কলকাতায় ফুচকায় মজেছেন সারা

- অনলাইন ডেস্ক
- ২৬ মে ২০২৩, ১৯:০১
কলকাতায় আগামী সিনেমা ‘জরা হটকে’ জরা বাঁচকের প্রচারে এসেছিলেন বলিউড অভিনেত্রী সারা। এ সময়ে সারা বলেন যে, তিনি খেতে ভালোবাসেন। কলকাতায় এসে মিষ্টি দই খেয়েছেন। এবার তার ফুচকার খাওয়ার পালা।
রাসেল স্ট্রিটে চলে যান ফুচকা খেতে। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে নায়িকার জবাব, দারুণ মজা হচ্ছে। এদিন সারা আলি খানের পরনে ছিল হালকা সবুজ ও রানী পিঙ্ক কম্বিনেশনের স্যুট সঙ্গে সারারা ট্রাউজার। কানে পরেছিলেন ঝুমকা, হাতে ভর্তি চুড়ি। একেবারে দেশি গার্ল সেজে কলকাতায় ঘুরে গেলেন সারা আলি খান।
মানবকণ্ঠ/এসএ


