হাসানুজ্জামানের কথায় গাইলেন নচিকেতা


  • অনলাইন ডেস্ক
  • ২৫ মে ২০২৩, ১৮:৫৫

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী পশ্চিমবঙ্গের মতো এদেশেও সমান জনপ্রিয়। সম্প্রতি এই কণ্ঠশিল্পী বাংলাদেশের গীতিকবি হাসানুজ্জামানের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন।

'ভালোবাসতেই হবে' শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালক কিশোর দাস। সাম্প্রতি কলকাতার অ্যাকুষ্টিক ষ্টুডিওতে গানটির কন্ঠ দিয়েছেন নচিকেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'দারুণ কথার একটি গানে কন্ঠ দিলাম এবং আমার অত্যন্ত প্রিয় মিউজিক ডিরেক্টর কিশোরের সুরে গানটি আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি সকলের ভালো লাগবে।'

গানটি নিয়ে গীতিকার হাসানুজ্জামান বলেন, 'আমি মূলত কবিতা লিখি,যখন গান লেখার মনস্থির করলাম তখন নচিকেতার মতো এত বড় মাপের একজন শিল্পীর মাধ্যমে আমার গানের যাত্রা শুরু হলো। আমি কৃতজ্ঞ, ধন্য।'

কিশোর বলেন, 'নচিকেতা আমার সুরে গান করবেন এটা স্বপ্ন ছিল। এই গানটির মাধ্যমে তা পূর্ণ হলো। শিগগিরই গানটি রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে প্রকাশ পাবে।'

মানবকণ্ঠ/এফআই


poisha bazar