ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ৩ দফা দাবি


  • অনলাইন ডেস্ক
  • ২৪ মে ২০২৩, ২০:৫২

সোমবার (২২ মে) টেলিভিশন নাটক নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ সভায় সংগঠনের পক্ষে ৩ দফা লিখিত দাবি উপস্থাপন করেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা।

উত্থাপিত দাবিগুলো হলো:

১. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ-এর প্রতিনিধি থাকলেও টেলিভিশন মাধ্যমের নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কোনো প্রতিনিধি নেই। এমতাবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এ ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

২. টেলিভিশন মাধ্যমে নির্মিত টেলিফিল্মকে একটি আলাদা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা।

৩. টেলিভিশন মাধ্যমে কর্মরত নির্মাতাদের পেশাগত পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, সহসভাপতি মনোজ সেনগুপ্ত, আশরাফুল আলম রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক আবু রায়হান মো. জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জহির খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, দপ্তর সম্পাদক সাঈদ রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য দীন মোহাম্মদ মন্টু, গাজী আপেল মাহমুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ, নাসির উদ্দিন মাসুদ।

সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar