লাল শাড়িতে মোহময়ী নুসরাত


  • অনলাইন ডেস্ক
  • ০২ এপ্রিল ২০২৩, ১৭:৫১

লাল শিফন শাড়িতে উষ্ণতা ছড়ালেন নুসরাত জাহান। দুটি ছবি পোস্ট করে নুসরাত জাহান লেখেন, ‘রেড শাড়ি ভাইবস’।

তবে এই প্রথম নয়, এর আগেও শাড়িতেই ঝড় তুলেছেন নুসরাত। এদিন তাকে লাল শাড়িতে দেখে তার ‘বোনুয়া’ মিমি দুটি হার্ট ও একটি আগুনের ইমোজি পোস্ট করেন।

অন্যদিকে শ্রাবন্তীও দুটো আগুনের ইমোজি লেখেন কমেন্ট বক্সে।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar