ভয়েস বিডি ডট নিউজে সংবাদের অপেক্ষায় ইমন

- অনলাইন ডেস্ক
- ০১ এপ্রিল ২০২৩, ২০:২৯, আপডেট: ০১ এপ্রিল ২০২৩, ২০:৫৩
ভয়েজ বিডি ডট নিউজে তার নিউজের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মামুনুল হাসান ইমন।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচার মেলার অডিটোরিয়ামে ভয়েজ বিডি ডট নিউজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ইমন আরও বলেন, ভয়েজ বিডি ডট নিউজ এগিয়ে যাবে। এটি দেশের সুস্থ সংস্কৃতি তুলে ধরবে। দেশের চলচ্চিত্রের উন্নয়ন ও চলচ্চিত্র জগতের সংবাদকে প্রাধান্য দিবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রধান আলোচক ছিলেন ভয়েজ বিডি ডট নিউজের সম্পাদক কাজী মো. ওবায়েদ উল্লাহ।
ভয়েজ বিডি ডট নিউজের উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুল হকে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গানাইজেশন এন্ড লিডারশিপ স্টেটেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো. শরীয়ত উল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তত্ব ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ভয়েজ বিডি ডট নিউজ এর প্রকাশক কাজী শরীফ উল্লাহ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ, ভয়েজবিডি ডটনিউজের উপ-সম্পাদক মো. শিবলী নোমান সরকার প্রমুখ।
মানবকণ্ঠ/এসআরএস


