শ্রাবন্তী আবারও ছোট পর্দায়


  • অনলাইন ডেস্ক
  • ২৯ মার্চ ২০২৩, ১৭:৫৬

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর পর আবারও তাকে দেখা যাবে ছোট পর্দায়। ঈদে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তিনি।

জানা গেছে ,মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন 'রাঙা সকাল'। সেই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় অনুষ্ঠানের এ পর্বটি প্রচার হবে মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়।

শ্রাবন্তী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন 'জোছনার ফুল' ধারাবাহিক নাটক দিয়ে।

এছাড়া 'রং নাম্বার' সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন এ অভিনেত্রী।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar