শাকিব খানের মামলা আদালতে


  • অনলাইন ডেস্ক
  • ২৩ মার্চ ২০২৩, ১৩:৫৭

গুলশান থানায় মামলা করতে ব্যর্থ হয়ে আদালতে প্রযোজক রহমত উল্লাহ বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে তিনি মামলাটি করেন। আদালত শাকিবের জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন শাকিব খান।

সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় 'অপারেশন অগ্নিপথ' সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের প্রযোজক। ওই প্রযোজকের নামে মামলা করতে গত শনিবার রাতে গুলশান থানায় যান শাকিব খান। কিন্তু পুলিশ তার মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

শাকিব খানের দাবি, 'উনি (রহমত উল্লাহ) কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন।'

এর আগে গত বুধবার বিকেলে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ।

অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় 'অপারেশন অগ্নিপথ' সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন।

এ অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় হলে গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আলোচনায় বসেন শাকিব খান এবং রহমত উল্লাহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তবে ওই বৈঠকে বিষয়টির সুরাহা হয়নি।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar