ভালোবাসার অলিগলি'তে মৌসুমী মৌ


  • অনলাইন ডেস্ক
  • ২২ মার্চ ২০২৩, ২০:৪৫,  আপডেট: ২২ মার্চ ২০২৩, ২০:৫১

এ প্রজন্মের অভিনেত্রী মৌসুমী মৌ। নিয়মিত কাজ করছেন টিভি নাটকে। সম্প্রতি এ অভিনেত্রী সাগর জাহানের পরিচালনায় নির্মিতব্য মেগা সিরিয়াল ‘ভালোবাসার অলিগলি’তে যুক্ত হয়েছেন।

এ প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন, সাগর ভাই আমাকে চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস নাটকটি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।

এদিকে কিছুদিন আগে এ অভিনেত্রী সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ছায়াবাজি’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। আগামী ঈদে আরটিভির ওটিটি প্লাটফরমে এটি প্রচার হবে বলে জানা গেছে। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত নাটক বউয়ের রোমান্টিক অত্যাচার।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar