না ফেরার দেশে অভিনেতা খালেকুজ্জামান


  • অনলাইন ডেস্ক
  • ২১ মার্চ ২০২৩, ১৬:২৬

চলে গেলেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, এম. খালেকুজ্জামানের জানাজা আজ বিকাল ৫টায় কুর্মিটোলার একটি মসজিদে অনুষ্ঠিত হবে।

খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। তার বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিণী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারীদের একজন তিনি। দেশ স্বাধীনের বেশ কয়েকবছর পর খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তার আগে স্কুল-কলেজ জীবনে তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন।

বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় 'সর্পভ্রমে রজ্জু' নাটকে অভিনয় করেন। এরপর তিনি ধারাবাহিক নাটক 'তমা', 'বড় বাড়ি', 'সময় অসময়', 'সুবর্ণ সময়'সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হন। নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে 'অনিবার্ণ' চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। চলচ্চিত্রে দীর্ঘদিন বিরতির পর মুরাদ পারভেজের 'বৃহন্নলা'য় অভিনয় করেন। এরপর তিনি শিহাব শাহীনের 'ছুঁয়ে দিলে মন' চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অনম বিশ্বাসের 'দেবী'।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar