Image description

শোবিজ তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের নাম ইনস্টাগ্রাম। সেখানে উঁকি দিলে জানা যায়, কোন তারকার জীবন কেমন চলছে। এতে ভক্তরা উচ্ছ্বসিত হন। অনেক তারকার আয়েরও আরেক উৎস এটি। যার যত ফলোয়ার, তার আয়ও তত বেশি।

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাও বর্তমানে ইনস্টাগ্রামে বেশ সরব। ২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে অ্যাকাউন্ড রয়েছে তার। যদিও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র নায়িকা প্রথম ছবি পোস্ট করেন ২০১৮ সালে। এখন পর্যন্ত পূর্ণিমা ইনস্টাগ্রামে ২৮৮টি পোস্ট দিয়েছেন।

ইতোমধ্যেই তার অনুসারী সংখ্যা তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ পূর্ণ হয়েছে। এ কারণেই ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ব্যানার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘হৃদয়ের কথা’র নায়িকা।

এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ের খবরে আলোচনায় আসেন পূর্ণিমা। সেরেছেন হানিমুন। শুধু তাই নয়, ইতোমধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন এই অভিনেত্রী।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। 

 

মানবকণ্ঠ/পিবি