ছেলে চান আলিয়া, সন্তান ধারণের জন্যও প্রস্তুত

- অনলাইন ডেস্ক
- ২৭ জুন ২০২২, ১৯:২৮
বাবা হচ্ছেন রণবীর কাপুর, বিয়ের মাত্র আড়াই মাসে সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভকামনার হিড়িক লেগেছে নেটিজেনদের মধ্যে।
সেই সঙ্গে উঠে আসছে ২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারের ভিডিও। যেখানে আলিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কয়টি সন্তান নিতে চান? তিনি উত্তর দিয়েছিলেন ‘দুই ছেলে’।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে আলিয়া ভাট বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, বাচ্চা নেওয়ার জন্যই বিয়ে করব। যদি আমি মনে করি, এই সময় আমি সন্তান নিতে চাই এবং সন্তান ধারণের জন্যও প্রস্তুত; আমি বিয়ে করব।’
সোমবার সকালে সামাজিক পাতায় এ সুখবর দেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে আলিয়া ক্যাপশন জুড়েছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে!
আগামী ৯ সেপ্টেম্বর, ২০২২ এ রণবীর-আলিয়াকে দেখা যাবে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।
মানবকন্ঠ/পিবি


