বিবাহ বিচ্ছেদের আগেই নতুন প্রেমে শ্রাবন্তী


- অনলাইন ডেস্ক
- ০২ মার্চ ২০২১, ১৩:৩৫, আপডেট: ০২ মার্চ ২০২১, ১৩:৩৯
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ে ভাঙ্গাসহ নানা সময়ে নানা প্রসঙ্গে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। তবে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা না দিলেও স্বামী রোশান ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এক ছাদের নিচে থাকছেন না তারা।
এমন প্রেক্ষাপটে আবারও নতুন আলোচনা এনেছেন শ্রাবন্তী। তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘যদি বলি তোমায় ভালোবাসি?’
অর্থাৎ আবারও প্রেমে পড়লেন শ্রাবন্তী?
শ্রাবন্তীর এ পোস্টে ধোঁয়াশা তৈরি হয়েছে তার ভক্তদের মধ্যে। কেউ মনে করছেন, নতুন করে কারও প্রেমে পড়েছেন তিনি। আবার কেউ মনে করছেন, পুরানো প্রেমকে ফিরে পেতে চাইছেন শ্রাবন্তী। কারণ স্টোরিতে তিনি আরও লিখেছেন, ‘যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?’।
আরেকটি স্টোরিতে আলোচিত এ অভিনেত্রী লিখেছেন, ‘যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম। ভালোবাসা কি জানতাম না। এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’
অভিনয় ক্যারিয়ার শুরুর কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এ দম্পতির একমাত্র সন্তান অভিমান্যু চ্যাটার্জি (ঝিনুক)। অজানা কারণে ২০১৬ বিচ্ছেদ হয় তাদের। তারপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।
মানবকণ্ঠ/এনএস

