স্বস্তিকা-শোভনের গোপন প্রেম রইল না গোপন


- অনলাইন ডেস্ক
- ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৩
‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের মধ্যে প্রেমের গুঞ্জন ছিলো শোবিজ পাড়ায়। কিন্তু স্পষ্টভাবে বিষয়টি তারা তেমন কিছু জানাননি কখনো। তবে এবার তাদের প্রেমের বিষয়টি স্বীকার করে নিলেন তারা।
গত কয়েক মাস ধরেই নেট দুনিয়ার এই নতুন জুটিকে নিয়ে উত্তেজনার অন্ত ছিল না অনুরাগীদের। এতদিন একে অপরকে শুধুই ভাল বন্ধু হিসাবে মেনে এসেছিলেন শোভন-স্বস্তিকা। কিন্তু না, প্রেমের মাসে নিজের নতুন প্রেমকে স্বীকৃতি দিয়ে দিলেন এই গায়ক-নায়িকার জুটি।
শনিবার দুর্নিবার-মীনাক্ষীর সংগীতের আসরে প্রত্যাশা মতোই একসঙ্গে হাজির হয়েছিলেন শোভন-স্বস্তিকা। নীল-কালোর কম্বিনেশনে এদিন ঝলমল করলেন দুজনে। আর এদিন রাতে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শোভনের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখলেন, ‘হ্যাঁ’। এরপরই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। কারুর আবদার ‘এবার খাওয়া’, তো কেউ ‘অভিনন্দন’ জানালেন, কেউ লিখল ‘টুরু লাভ’।
একই ছবি পোস্ট করে শোভন ইনস্টাগ্রামের দেওয়ালে লেখেন, ‘দুই দিয়ে গুণ-দ্বিগুণ’। যদিও একই ছবি পোস্ট করার জন্য শোভনকে ট্রোল করতে ছাড়েননি স্বস্তিকা, লেখেন- ‘কপি করিস ক্যান?’
সরস্বতী পূজার দিনও একসঙ্গে সময় কাটিয়েছিলেন এই জুটি। সেকথা মুখ ফুটে না বললেও, ‘চুরি’ ধরে ফেলেছিল অনুরাগীরা। দিন কয়েক আগেই শোভন এক সাক্ষাত্কারে বলেছিলেন এখনও একে অপরকে কেউ প্রেম নিবেদন করেননি, তবে 'আমরা খুব ভালো বন্ধু, একসঙ্গে সময় কাটাতে ভালোলাগে। ওর (স্বস্তিকা) মতো কেউ আমাকে আগে কোনওদিন বোঝেনি'। সুতরাং প্রেম নিবেদন পর্বটা অবশেষে শোভন সেরে ফেলেছেন তা বোঝাই যাচ্ছে।

