সোস্যাল মিডিয়ায় আবারো উষ্ণতা ছড়ালেন পরীমনি


- অনলাইন ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৫৫
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই শরীরী আবেদনে ঝড় তোলেন নায়িকা পরীমনি। সৌন্দর্য ও অনলাইন অ্যাক্টিভিটির জন্য দেশের সিনেমায় বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত নায়িকা পরী। সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ছবি-পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।
সম্প্রতি পরীমনি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে বোল্ড অবতারে হাজির হয়েছেন। আবেদনময়ী এ ছবিতে তার উন্মুক্ত বক্ষ বিভাজিকা যেন আগুন ঝরাচ্ছে।

পরীর এই আবেদনময়ী ছবিতে কুপোকাত তার ভক্তরা। ১ লাখ ৪ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে ছবিটিতে। সেই সঙ্গে ১৬ হাজারের বেশি মন্তব্য। পরীর সেই সেলফি ভক্তদের মনে কেমন ঝড় তুলেছে, তা আর বাড়িয়ে বলার প্রয়োজন নেই।
ছবিটির ক্যাপশনে মার্কিন লেখক স্কট ফিতজারাল্ডের একটি উক্তি লিখেছেন। যেটার মানে দাঁড়ায়- প্রথমে তুমি একটি পানীয় (মদ) গ্রহণ করো, তারপর সেই পানীয় আরেকটি পানীয় গ্রহণ করবে, এবং তারপর সেই পানীয় তোমাকে গ্রহণ করে ফেলবে।
প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘স্ফুলিঙ্গ’ ও ‘প্রীতিলতা’।
মানবকণ্ঠ/আইএইচ
