আধ খোলা পোশাক আর হট লুকে ভাইরাল মধুমিতা


- অনলাইন ডেস্ক
- ২৯ নভেম্বর ২০২০, ১৮:০৪
স্টার জলসায় এবারের মহালয়ায় সীতার ভূমিকায় দেখা গেছে তাকে। বাংলা ধারাবাহিকে বিশেষ সাফল্যের সঙ্গে অভিনয় করে আজ ছোটপর্দার অন্যতম অভিনেত্রী মধুমিতা সরকার।
অবশ্য পর্দার সরল বেশের অভিনয়গুলোতে দেখা গেলেও পর্দার এপারের মধুমিতা যে পোশাক ও স্টাইল নিয়ে ঝড় তোলেন ভক্তদের মনে তা বলা বাহুল্য।
সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন হট লুকে ধরা দিয়ে সর্বদা আলোচনায় থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে তাঁর একটি নতুন পোস্ট করা গ্ল্যামারের ছবি। বেশ মানানসই মেক আপে সেজেছেন অভিনেত্রী। ঠিকরে পড়ছে শরীরের উজ্জ্বলতা।
নতুন এই ছবিতে আকাশী ও সাদা রঙের কাজ করা ব্রা ও নীল-সবুজ মেশা সমুদ্র রঙের গাউনে ধরা দিলেন মধুমিতা। খোলা চুল ও ব্রায়ের একদিকের কাঁধ-বন্ধনীটি সামান্য নামিয়ে তুফান এনে দিতে চেয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়।
পোস্টের ক্যাপশনটিও বেশ জমকালো– সানডে ভাইবস। ইতিমধ্যেই ভক্তদের মন গরম করে তুলেছে অভিনেত্রীর এই ভাইব পোস্ট।
View this post on Instagram
