করোনা আতঙ্কে গোসল ছেড়েছেন এই গায়িকা


- অনলাইন ডেস্ক
- ২১ মার্চ ২০২০, ১৩:৫০
ডিজনির বিখ্যাত চরিত্র হানা মন্টানার ব্যাপক পরিচিত মুখ হলিউডের গায়িকা ও নায়িকা মাইলি। মার্কিন এই টিভি সিরিজটির মাধ্যমে সকল শ্রেণির দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর থেকে একের পর এক ভক্তদেরকে গান উপহার দিয়ে যাচ্ছিলেন মাইলি। তবে করোনাভাইরাসের থাবায় বর্তমানে থেমে আছে তার কাজ।
না, করোনায় আক্রান্ত হননি তিনি। তবে স্বেচ্ছায় কোয়ারেনটাইনে রয়েছেন মাইলি সাইরাস। এমনকি কোয়ারেন্টাইনে গিয়ে গোসল করাও ছেড়ে দিয়েছেন তিনি। গত পাঁচ দিন ধরে গোসল করছেন না এই গায়িকা।
মাইলি সাইরাস জানিয়েছেন, পাঁচদিন ধরে তিনি জামাকাপড়ও বদলাননি। গোসলও করেননি। আগামী কতদিন এটা চলবে তাও নাকি ঠিক করেননি তিনি।
করোনার জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন এই পপ তারকা।
মানবকণ্ঠ/জেএস
