মডেল সেমন্তিকে ভালোবেসে কাঁদছেন বেলাল


- অনলাইন ডেস্ক
- ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩
গায়ক বেলাল খান ও মডেল সেমন্তি সৌমির ভালোবাসার পরিণতি ভালো হলো না। ফলাফলে- এই ভালোবাসা দিবসে কাঁদছেন বেলাল!
এমন একটি গল্প দেখা গেছে বেলাল খানের মিউজিক ভিডিওতে। সঙ্গীতশিল্পী বেলাল খানের সঙ্গে মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন সেমন্তি সৌমি। গানটির শিরনাম ‘কী ভালোবাসলে’।
১৩ ফেব্রুয়ারি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
‘আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ/ কি ভালোবাসলে, কি কাছে আসলে, একচুল কাটেনা তো রেশ/’- এমন আবেগি কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান। সুর করেছেন বেলাল খান নিজেই।
বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’
মানবকণ্ঠ/এইচকে
