ঈদে পোশাকের দামে কারসাজি করলে আউটলেট বন্ধের হুঁশিয়ারি

- অনলাইন ডেস্ক
- ৩০ মার্চ ২০২৩, ১৫:৫৬
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে বাজার তদারকি করতে অভিযান চালানোর কথাও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অধিদফতরের কার্যালয়ে আয়োজিত এক সভায় ব্যবসায়ীদের এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
এ সময় ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান দেশের কসমেটিকসের বাজারে মান ও দামে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন।
পরে বাজারের চলমান অবস্থা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকেই কসমেটিকসের দোকানগুলোয় অভিযান পরিচালনার কথা জানায় ভোক্তা অধিদফতর। সেই সঙ্গে শপিংমলগুলোতে এই অভিযান পরিচালনার কথা জানানো হয়।
এছাড়াও সভায় মিরপুরের বেনারসি পল্লী ও বেইলি রোডে বিশেষ অভিযান চালানো হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


