

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সিরিজে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও বিশ্রাম দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত ক্রিকেটারদের। প্রথম দুই ম্যাচের জন্য। শেষ ম্যাচে আবার দলে ফিরে আসবেন তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দুটি দল ঘোষণা করেছে ভারত। প্রথম দুই ম্যাচের জন্য একটি, শেষ ম্যাচের জন্য আরেকটি। প্রথম দুই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এই দুই ম্যাচে খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদিপ যাদব, রবিন্দ্র জাদেজাকে।
এশিয়া কাপে ভারতীয় দলে যারা ছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই মোটামুটি তাদেরই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। তবে দলে রবিচন্দ্র অশ্বিনের অন্তর্ভুক্তি বড় ঘটনা। ডান হাতি এই স্পিনার নেই বিশ্বকাপের দলে। তাই অনেকেই অশ্বিনের নাম তুলে প্রশ্ন করেছিলেন। এশিয়া কাপ জিতে রোহিত নিজেও জানিয়েছিলেন অশ্বিনের সঙ্গে তার কথাবার্তা হয় নিয়মিত। অস্ট্রেলিয়া সিরিজের দলে তাকে রেখে প্রমাণ করা হল যে বিশ্বকাপের ভাবনাতেও তিনি রয়েছেন।
পাশাপাশি প্রথম দু’টি ম্যাচে ঋুতুরাজ গায়কোয়াড়কে নেওয়াতেও রয়েছে চমক। ঋুতুরাজ এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক। ফলে বিশ্বকাপে খেলা হবে না তার। তাকে এশিয়ান গেমসের আগে প্রস্তুতির সুযোগ করে দিতেই প্রথম দু’টি ম্যাচে খেলানো হতে পারে। যদিও এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।
এশিয়া কাপে চোট পেয়েছেন অক্ষর প্যাটেল। তিনি প্রথম দুই ম্যাচে নেই। তৃতীয় ম্যাচেও নামের পাশে প্রশ্নবোধক চিহ্ন রাখা হয়েছে। ফিটনেসে উত্তীর্ণ হলে তবেই তাকে খেলানো হবে। তবে তৃতীয় ম্যাচে অক্ষর ফিরলেও অশ্বিনকে রাখা হয়েছে। অর্থাৎ, তাকে নিয়ে বোর্ডের আলাদা ভাবনা স্পষ্ট। একইভাবে এশিয়া কাপে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচেই দলে রয়েছেন শুভমান গিল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজরা।
প্রথম দুই ম্যাচের দল
লোকেশ রাহুল (অধিনায়ক), রবিন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, ইশান কিশান, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, এবং প্রাসিদ কৃষ্ণা।
তৃতীয় ম্যাচের দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল (ফিটনেস ঠিক হওয়া সাপেক্ষে), ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রিত বুমরা, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ।
মানবকণ্ঠ/এসএ