Image description

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানেই গুটিয়ে গেলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৯ রানে অলরাউট হয়েছিল অস্ট্রেলিয়া।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ওপেনার রোহিত ফেরেন ২৬ বলে ১৫ রানে। আর ১৫ বলে ১৩ রানে সাজঘরে শুভমান গিল। সুবিধা করতে পারেননি দ্বিতীয় উইকেটে খেলতে নামা চেতেশ্বর পূজারাও। তিনি থামেন ১৪ রানে। বিরাট কোহলিরও বেহাল দশা। তার সংগ্রহও মোটে ১৪।

রবীন্দ্র জাদেজা অবশ্য হাল ধরেছিলেন। ৫১ বলে করেন ৪৮ রান।
তৃতীয় দিনের শুরুটাও ভালো হয়নি ভারতের। শ্রীকার ভারত সাজঘরে ফেরেন। দেখা দেয় ফলোঅনের শঙ্কা। আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটায় ভারত। দুজনে ১০৯ রানের জুটি গড়েন। ৮৯ রানে থামেন রাহানে। শার্দুল থামেন ৫১ রানে। এছাড়া উমেশ যাদব ৫ ও মোহাম্মদ শামি ১৩ রান করেন। আর শূন্যরানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

মানবকণ্ঠ/আরএইচটি