Image description

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বাইশ গজে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে চার মাসেরও কম সময় বাকি রয়েছে। কিন্তু এখনো বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আয়োজক দেশটি। তবে বিষয়টি নিয়ে তেমন কিছুই জানেন না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী অ্যালারডাইস।

বিশ্বকাপের সূচি নিয়ে অ্যালারডাইস বলেন, 'আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। সেটি হলে অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর যত দ্রুত সম্ভব আমরা সূচিটি প্রকাশ করতে পারব। এ রকম ইভেন্টে আমরা আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।'

তবে ঠিক কী কারণে বিলম্ব, সেটি নিশ্চিত করেননি অ্যালারডাইস। তিনি বলেন, 'কিছু কিছু ক্ষেত্রে পরামর্শের দরকার পড়ে, ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে। আয়োজকদেরও ভালো ইভেন্ট উপহার দেওয়ার অনেক দায়িত্ব থাকে। এজন্য সম্ভাব্য সব রকমের বিষয়ই ভেবে দেখতে হবে।'

এর আগে ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল ২০১৮ সালের ২৬ এপ্রিল। যা ছিল টুর্নামেন্ট শুরুর ১৩ মাস আগে। তারও আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল বিশ্বকাপের ১৮ মাস আগে।

পাকিস্তানের কারণেই সূচি প্রকাশে বিলম্ব কি না, এমন প্রশ্নের জবাবে অ্যালারডাইস বলেন, 'আমি অপেক্ষা করছি। আশা করি, আগামী দুই-এক দিনের মধ্যেই কিছু একটা দেখতে পাব।'

মানবকণ্ঠ/এফআই