Image description

আগামী ১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে এই টেস্ট মিস করছেন সাকিব আল হাসান। এরপরও সুখবর পেয়েছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক। তবে দুঃসংবাদ পেয়েছেন মুশফিকুর রহিম।

সবশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে একটানা দুই মাস টেস্ট না খেললেও এই ফরম্যাটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন সাকিব। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো তিন নম্বরেই আছেন তিনি।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হয়েও র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিক। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে রয়েছেন তিনি। আইরিশদের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর উন্নতি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন স্টুয়ার্ট ব্রড। আইরিশদের বিপক্ষে টেস্টে ৬ উইকটে নিয়েছেন ইংলিশ এই পেসার।

এছাড়া ডাবল সেঞ্চুরি করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন ওলি পোপ। তবে ফিফটি করলেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৫ নম্বরে গেছেন জো রুট। রুটকে টপকে চার নম্বরে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

মানবকণ্ঠ/এফআই