আবার বিজয়ের সেঞ্চুরি


  • অনলাইন ডেস্ক
  • ০২ এপ্রিল ২০২৩, ১৫:৪১

সম্প্রতি 'লিস্ট এ' ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক বিজয়। ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) প্রথম ম্যাচে সেঞ্চুরির পরই তিনি এই কীর্তি গড়েন।

গত আসরের মতো এবারও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন ডানহাতি এই ওপেনার। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখাও পেলেন।

আজ (২ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে নামে আবাহনী। সেখানে প্রথম ব্যাট করতে নেমে বিজয় করেছেন ১০৭ রান।

এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ব্যাটাররা।

নাইম শেখ এবং এনামুল বিজয় মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। তবে অর্ধশতক পূর্ণ করে নাইম ৫৮ রানে ফেরেন। একপ্রান্ত আগলে রেখে বিজয় ব্যক্তিগত শতক তুলে নেন। ৪৪ ওভার চলাকালে তিনি রান আউটের ফাঁদে কাটা পড়েন। প্যাভিলয়েনে ফেরার আগে ১২৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেন বিজয়।

নির্ধারিত ওভার শেষে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar