তাসকিনের ব্রেকথ্রু

- অনলাইন ডেস্ক
- ৩১ মার্চ ২০২৩, ১৬:০৬
ফুললেংথ, এডেয়ারের উচ্চাভিলাসী শটের চেষ্টা ব্যর্থ এবং বোল্ড! তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। এডেয়ার ফিরেছেন ৭ রান করে।
৩ ওভারে আয়ারল্যান্ড ১ উইকেট হারিয়ে ২২ রান ।
এর আগে আজ মুদ্রার উল্টো পিঠ দেখেছেন দুই টাইগার ওপেনার। তাতে ব্যর্থ হয়েছে দলও। এক শামিম পাটয়ারী ছাড়া আর কেউই আইরিশ বোলারদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেননি। রীতিমতো অসহায় আত্মসর্মপণ করেছেন সাকিব-শান্তরা। তবে এদিন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়েছেন শামিম, তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
১৯ ওভার ২ বল খেলে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। যেখানে হাঁফ সেঞ্চুরি পেয়েছেন শামীম হোসেন।
মানবকণ্ঠ/এফআই


