বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
শেষ টি-২০তে পরিবর্তন আসছে বাংলাদেশ দলে

- অনলাইন ডেস্ক
- ২৯ মার্চ ২০২৩, ২১:৪৩
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তেও দুর্দান্ত ক্রিকেট খেলে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আইরিশদের বিপক্ষে ৭৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগার বাহিনী। এ জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
তবে শুধু সিরিজ জয়েই সন্তুষ্ট হতে চায় না বাংলাদেশ, ইংল্যান্ডের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশ করতে চায় চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আগামী ৩১ মার্চ সেই মিশনে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে নামতে পারে বলে জানিয়েছেন দলপতি সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেন, ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সব সময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।
শেষ টি-২০তে পরিবর্তনের আভাস দিয়ে তিনি আরো বলেন, ‘হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’
ছন্দে থাকা সাকিব বলেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম।’
প্রসঙ্গত, বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। রান ডিফেন্ড করতে নেমে আইরিশদের ১২৫ রানে সীমাবদ্ধ রাখে টাইগাররা। ম্যাচসেরা হন সাকিব।
মানবকণ্ঠ/এসআরএস


