রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

- অনলাইন ডেস্ক
- ২৬ মার্চ ২০২৩, ২১:৪৫
সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড জয় পেয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের দর্শকরাই হয়ে উঠলেন ফিল্ডার। একের পর এক ছক্কা গ্যালারিতে আছড়ে পড়লে ফিল্ডার না হয়ে উপায়ই বা কি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে
রোববার (২৬ মার্চ) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির এই ছক্কাবৃষ্টিতে হয়েছে রান বন্যা। যেখানে ক্যারিবীয়দের ২৫৮ রান ৭ বল বাকি থাকতেই টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। ২৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেটের জয় পায় স্বাগতিকরা।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি রান তাড়ার বিশ্ব রেকর্ড। শুধু রান তাড়ার দিক থেকেই নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৭ ছক্কাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড।
রেকর্ড গড়া জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল তাড়ায় সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের ২৪৩ টপকে ২৪৫ রান তুলেছিল ডেভিড ওয়ার্নারের দল। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে দক্ষিণ আফ্রিকার সামনে ছিল রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে রান তাড়ার প্রথম বল থেকেই মেরে খেলার তালে ছিলেন কুইন টি কত ও রিক্তা হেনরিকস। আপিল হোসেন আর জেসন হোল্ডারের করা প্রথম ১৮ বলের ১২টিই পরিণত হয় বাউন্ডারিতে। ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয়ে যায় ৯২ রান। মাত্র ১৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন টি কত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় আর দক্ষিণ আফ্রিকার দ্রুততম ফিফটি।
পাওয়ার প্লের মধ্যে ১০২ রান তুলে ফেলা প্রোটিয়াদের রান ১০ ওভারে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ১৪৯-এ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম দশ ওভারে এটিই সর্বোচ্চ রান।
কুইন্টন ডি ককের রেকর্ড সেঞ্চুরিতে সাত বল বাকি থাকতেই ছয় উইকেটের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। তাদের জয়ে অসামান্য ব্যাটিং করেন ডি কক। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করেন তিনি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে শততম দ্রুত সেঞ্চুরিরর রেকর্ড এটি। এছাড়া হেনরিকস ১১ চার ও দুটি ছক্কায় ২৮ বলে ৬৮ রান করেন।
মানবকণ্ঠ/এফআই


