জিম্বাবুয়ের ১ রানের নাটকীয় জয়


  • অনলাইন ডেস্ক
  • ২৪ মার্চ ২০২৩, ১৯:৪৭

শেষ ওভারে লাগতো ১৯ রান। হাতে রয়েছে ১ উইকেট। প্রথম বলে বাউন্ডারি হাঁকান রায়ান ক্লেইন। পরের বলে ২, তৃতীয় বলে ১ আর চতুর্থ বলে আসে আরো ২ রান। শেষ দুই বলে নেদারল্যান্ডসের দরকার পড়ে ১০ রান। এমন মুহূর্তে পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ বলে নেদারল্যান্ডসের দরকার ৪ হলে জিততো তারা। আর ৩ হলে টাই।

টানটান উত্তেজনার এই লড়াইয়ে চাতারার শেষ বলে দুই নিতে পারেন ক্লাসেন। তিন রানের জন্য দৌড় দিলে ইভান্সের থ্রোতে স্টাম্প ভাঙেন চাতারা, রানআউট হন ক্লেইন। ১ রানের অবিশ্বাস্য এক জয় পায় জিম্বাবুয়ে।

শুক্রবার (২৪ মার্চ) হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৭১ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ৭৭ আর ক্লাইভ মাদান্দে ৫২ রানের ইনিংস খেলেন। ওপেনিংয়ে নেমে মাদভেরে ৪৩ আর অধিনায়ক ক্রেইগ আরভিন করেন ৩৯ রান। ডাচ লেগস্পিনার শারিজ আহমেদ ৪৩ রানে নেন ৫টি উইকেট।

৪৪তম ওভারের প্রথম তিন বলে কলিন অ্যাকারম্যান, তেজা নিদামানুরু আর পল ফন ম্যাকেরেনকে সাজঘরে ফেরান মাদভেরে। জিম্বাবুয়ের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে করেন হ্যাটট্রিক।

জবাবে টম কুপারের ৭৪ আর ম্যাক্স ও'দাউদের ৮১ রানে ভর করে একটা সময় ২ উইকেটেই ১৯৭ রান তুলে ফেলেছিল নেদারল্যান্ডস, ছিল সহজ জয়ের পথে। সেখান থেকে দুর্দান্ত এক হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান মাদভেরে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৭০ রানে অলআউট হয় ডাচরা।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar