ম্যাচসেরা হাসান, সিরিজসেরা মুশফিক


  • অনলাইন ডেস্ক
  • ২৩ মার্চ ২০২৩, ১৯:৩১

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মূল কারিগর পেসার হাসান মাহমুদ।

আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের ৫ উইকেট শিকার করেছেন হাসান। সিরিজ নির্ধারণী ম্যাচে চোখ ধাঁধানো বোলিং করে একের পর এক আইরিশ ব্যাটারদের সাজঘরে পাঠিয়েছেন।

এ ম্যাচে ৮.১ ওভার বল করে ৫ উইকেট তুলে নিয়েছেন হাসান। এজন্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।

অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আগের ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪!

রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮।

মানবকণ্ঠ/এসআরএস


poisha bazar