১০৯ রানের সহজ লক্ষ্য খুলনার


  • অনলাইন ডেস্ক
  • ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৪৪

টানা ছয় হারে নাকাল ঢাকা ডমিনেটর্সকে ব্যাট হাতে দাঁড়াতেই দেননি খুলনা টাইগার্সের স্পিনার নাহিদুল ইসলাম। উইকেট নেয়ার উৎসবে তার সঙ্গে যোগ দেন নাসুম আহমেদ। এ দুই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা ঢাকা সৌম্য সরকারের ফিফটিতেও পর্যাপ্ত রান স্কোরবোর্ডে যোগ করতে পারেনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে নাসিররা গুটিয়ে গেছে ১০৮ রানে।

খুলনার পক্ষে ৪ ওভার বল করে ২ মেডেন দিয়ে মাত্র ৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন নাহিদুল ইসলাম। যেটা এবারের আসরের সেরা বোলিং ফিগার। ১১ রান খরচায় ৩ উইকেট নেন নাসুম আহমেদ।

টপ অর্ডারের রানখরার সমস্যা বেশ ভোগাচ্ছে ঢাকা ডমিনেটর্সকে। টপ অর্ডারের ব্যাটসম্যানরা কোনোভাবেই যেন রানে ফিরতে পারছেন না। ঢাকার হয়ে ৫৭ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। তাসকিন আহমেদের ১২ ও আল-আমিন হোসেনের ১০ রানের ইনিংস ছাড়া আর কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর।

কোয়ালিফায়ারের লড়াইয়ে টিকে থাকতে হলে খুলনার বিপক্ষে জয়ের বিকল্প নেই ঢাকার। আসরে নিজেদের অষ্টম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট পায় ঢাকা। টানা ৬ হারে নাকাল নাসিরদের এদিন বল হাতে শুরু থেকেই নাকানি চোবানি খাওয়াতে থাকেন খুলনার স্পিনার নাহিদুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই তিনি তুলে নেন মিজানুর রহমান (১) ও উসমান গণির (০) উইকেট। চতুর্থ ওভারে আক্রমণে এসে ফেরান মোহাম্মদ মিথুনকেও (০)।

মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। চতুর্থ উইকেট জুটিতে ওপেনার সৌম্য সরকারকে সঙ্গ দিতে পারেননি অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন কিংবা আরিফুল হকরাও। দলীয় ৩৮ রানে ব্লেককে তামিম ইকবালের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান নাহিদুল। ইংল্যান্ডের এ ব্যাটার ১৭ বল মোকাবিলায় মাত্র ৩ রান করেন। আসরে ধারাবাহিক রান পাওয়া নাসির এদিন ১১ বলে ৫ রান করে ওয়াহাব রিয়াজের বলে কট বিহাইন্ড হয়ে মাঠ ছাড়েন। ৫ বলে ৩ রান করা আরিফুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ।

অন্যদিকে একপ্রান্ত আগলে ধরে ফিফটি তুলে নেন সৌম্য সরকার। দলীয় ৮৪ রানের মাথায় ৫৭ রানের ইনিংস খেলে তিনি বোল্ড হন নাসুমের বলে। ৪৫ বল মোকাবিলায় তার ব্যাট থেকে ৬ চারের সঙ্গে আসে ২টি ছক্কার মার। তার কল্যাণে ঢাকা কোনোরকম সংগ্রহটা ১০০ ছাড়ায়।

৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা খুলনার সামনে তৃতীয় জয়ের হাতছানি। ৭ ম্যাচে এক জয়ে টেবিলের তলানিতে আছে ঢাকা।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar