টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা


- অনলাইন ডেস্ক
- ২৫ জানুয়ারি ২০২১, ১১:৪৩, আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ১২:১৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মেদ। এর কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামে টাইগার ওপেনাররা।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে বদ্ধ পরিকর তামিম বাহিনী। আপাতত জয় ছাড়া কিছুই ভাবছেন না রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তবে হাওয়ায় গা ভাসালে চলবে না। আর সফরকারীদের দুর্বল ভাবলে সেটা হবে সবচেয়ে বড় ভুল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল এমব্রিস, ওটলি, জসুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, জেসন মোহাম্মেদ(অধিনায়ক), কাইল মায়ার্স, রোভমান পাওয়েল, নিক্রুমা বোন্নের, রেইমান রেইফার, আজহারি যোসেফ এবং আকেল হোসেইন ।
মানবকণ্ঠ/এসকে

