• বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
  • ই-পেপার

ওয়ার্নার ও পেইনের দুঃখ প্রকাশ


poisha bazar

  • অনলাইন ডেস্ক
  • ১২ জানুয়ারি ২০২১, ১৮:৪৩

সাম্প্রতিক সময়ের সবচেয়ে জমজমাট লড়াইয়ের দেখা মিলেছে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে। জয়ের সমতুল্য এক ড্র নিয়েই মাঠ ছেড়েছে অজিঙ্কা রাহানের দল। তবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের এ ম্যাচে ছিল বর্ণবাদের কালো ছায়াও। ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিন বর্ণবাদী আচরণের শিকার হন ভারতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।

নিজ দেশের দর্শকদের এমন বিব্রতকর কাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। অপরদিকে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন টিম অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আমি মোহাম্মদ সিরাজ ও ভারতীয় দলের কাছে দুঃখপ্রকাশ করছি। গালাগালি বা বর্ণবাদী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে আরো ভালো আশা করি।’

ইনজুরি কাটিয়ে এ সিডনি টেস্ট দিয়েই মাঠে ফিরেছেন ওয়ার্নার। খুব একটা ভালো করতে পারেননি তিনি। দুই ইনিংসে করেছেন ৫ ও ১৩ রান। তবে চোট সেরে মাঠে ফিরতে পারার আনন্দই মুখ্য ওয়ার্নারের কাছে। ম্যাচের ফলাফলটা নিজেদের পক্ষে না আসায় খানিক হতাশাও প্রকাশ করেছেন তিনি।

ওয়ার্নার লিখেছেন, ‘আবারো মাঠে ফিরতে পারাটা দারুণ অনুভূতি। যদিও ফলাফল আমাদের জন্য আদর্শ ছিল না। তবে এটাই টেস্ট ক্রিকেট। পাঁচ দিন ধরে কঠিন লড়াই করেছে ছেলেরা। ভারতীয় দলকে অভিনন্দন। তারা যেভাবে খেলে ম্যাচটি ড্র করে নিয়েছে, তা মোটেও সহজ ছিল না। এবার ব্রিসবেনে সিরিজ নির্ধারণী ম্যাচের অপেক্ষা।’

স্লেজিং যখন হয় বুমেরাং, সেটির আঘাত তখন বেশ গভীর। টিম পেইন যেমন টের পাচ্ছেন। রবিচন্দ্রন অশ্বিনের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে কথার বান ছুড়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। লাভ তাতে কিছু হয়নি। উল্টো তিনি নিজেই ক্যাচ ছেড়ে ভূমিকা রেখেছেন প্রতিপক্ষের ম্যাচ বাঁচানোয়। পেইনের তাই সরল স্বীকারোক্তি, বোকার মতো কাজ করে ফেলেছেন। ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি নিজের কাণ্ডে।

ভারতীয় ইনিংসের ১২২তম ওভারে ব্যাটসম্যান অশ্বিনের সঙ্গে কিপার পেইনের কথোপকথন স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইকে। ভারত তখন ম্যাচ বাঁচানোর কাছাকাছি, অস্ট্রেলিয়া মরিয়া ছিল উইকেটের জন্য। পেইনের স্লেজিং স্রেফ হজম করে ছেড়ে দেননি অশ্বিন, পাল্টা জবাবও দেন। দিনের খেলা শেষে পেইনকে দেখা যায় অশ্বিনের সঙ্গে কথা বলতে। পূর্ব নির্ধারিত না থাকলেও ম্যাচের পরদিন হুট করে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ান অধিনায়ক জানান, অশ্বিনের সঙ্গে কী কথা বলেছিলেন ম্যাচ শেষে।

‘সব ছিল খেলার অংশ (অশ্বিনের সঙ্গে কথার লড়াই), ভেতরে আর কিছু নেই। গতকাল ম্যাচ শেষে খুব দ্রুতই অশ্বিনের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, ‘শেষ পর্যন্ত আমিই বোকা বনে গেলাম, তাই না?’ মুখে কথার ঝড় তোলার পর ক্যাচ ছাড়লাম, এটা নিয়ে আমরা হাসাহাসি করেছি।’

নিজের উপলব্ধি থেকেই হুট করে এই সংবাদ সম্মেলনে আসার সিদ্ধান্ত নেন বলে জানান পেইন। অকপটে মাথা পেতে নেন নিজের দায়। ‘আমি এমন একজন, যে কি না দলকে নেতৃত্ব দেয়ার ধরনে গর্ব খুঁজে নেই। কিন্তু এটির খুব বাজে প্রতিফলন পড়েছে গতকাল। আমার নেতৃত্ব যথেষ্ট ভালো ছিল না। চাপকে নিজের খেলায় প্রভাব ফেলতে দিয়েছি আমি। আমার মনোজগতে এটার প্রভাব পড়েছে এবং পারফরম্যান্সেও সেই ছাপ পড়েছে।’

‘কালকে মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় ছেলেদের বলেছি, ‘নেতা হিসেবে বাজে একটি ম্যাচ ছিল আমার জন্য। অধিনায়ক হিসেবে ততটা নয়, তবে নেতা হিসেবে অবশ্যই বাজে ছিল।’ দলকে আমি হতাশ করেছি। নিজের কাছে যে প্রত্যাশা ও দলের যে মানদণ্ড, তার কাছাকাছি ছিলাম না। আমিও মানুষ, নিজের ভুলের জন্য ক্ষমা চাইছি।’

 

 


ads