৮৬ রানেই 'প্যাকেট' মাহমুদউল্লাহ-সাকিবরা


- অনলাইন ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২০, ১৬:০২
মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল খুলনার ইনিংস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ১৭.৫ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়েছে জেমকন খুলনা।
খুলনার মুস্তাফিজুর রহমান। ৩.৫ ওভারে মাত্র ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৪ ওভারের টানা স্পেলে ১৫ রান দিয়ে নাহিদুল ইসলামের প্রাপ্তি ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
জেমকন খুলনা: ১৭.৫ ওভারে ৮৬ (এনামুল ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহিদুল ৫, রিশাদ ০, হাসান ১*, আল আমিন ০; নাহিদুল ৪-০-১৫-২, শরিফুল ৩-০-১৯-০, মুস্তাফিজ ৩.৫-০-৫-৪, তাইজুল ৩-০-৩০-৩, মোসাদ্দেক ৩-০-৯-০, সৌম্য ১-০-৬-০)।
মানবকণ্ঠ/এইচকে
