প্রথম টেস্টের একাদশে আছেন যারা


- অনলাইন ডেস্ক
- ১৪ নভেম্বর ২০১৯, ১০:৩৫
প্রথমবারের মতো ভারতের মাটিতে একাধিক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। ইন্দোরের হলকার স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় প্রথমদিনের খেলা শুরু হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দলে আছে সাতজন ব্যাটসম্যান ও চারজন বোলার।
এই সিরিজের মধ্যে দিয়েই আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো টাইগারদের। ফলে আলাদাভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ।
বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতের হোম কন্ডিশনে তাদের বিপক্ষে লড়তে মোটেও ভীত নন টাইগারদের নতুন অধিনায়ক মুমিনুল হক। বরং ভারতের বোলিং আক্রমণের সামনে নিজেদের প্রমাণ করতে দল মুখিয়ে আছে বলেই জানিয়েছেন সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত টাইগারদের এগারোতম টেস্ট অধিনায়ক। তবে শেষ ৪ বছরে ঘরের বাইরে খেলা ১১ ম্যাচে মাত্র এক জয় বাংলাদেশকে পিছিয়ে রাখছে।
ভারতের একাদশে একটি পরিবর্তন হয়েছে আগের টেস্ট থেকে। স্পিনার নাদিমের পরিবর্তে ফাস্ট বোলার ইশান্ত শর্মা ফিরেছেন।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।
মানবকণ্ঠ/এইচকে
