সাকিব এমন ভুল করবে কখনো আশা করিনি: আশরাফুল


- অনলাইন ডেস্ক
- ৩০ অক্টোবর ২০১৯, ১০:৫১
জুয়াড়ির সঙ্গে যোগসাজশের বিষয়টি গোপন রাখার দায়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব এমন ভুল করবে এমনটা আশা করতে পারেননি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল বলেন, ‘সাকিব এমন ভুল করবে তা কখনও আশা করিনি। তবে এখন তার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব।’
বিপিএলে ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল যে ম্যাচে ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, সেই ম্যাচেই সাকিব ব্যাট-প্যাড ছুঁড়ে বলেছিলেন, এটা তো ফিক্সিং হচ্ছে।
গত বছর নিষেধাজ্ঞা থেকে ফেরেন আশরাফুল। এরপর মাঠে ফিরলেও সাকিবসহ আরও কয়েকজন ফিক্সিং করা আশরাফুলকে মেনে নিতে পারেননি। অথচ সেই সাকিবই শর্তসাপেক্ষে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন।
মানবকণ্ঠ/জেএস/এফএস

