সিএবির সভাপতি সৌরভ হায়দরাবাদে আজহারউদ্দিন


- অনলাইন ডেস্ক
- ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৮
কিছুদিন আগে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছিল সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে। একই সঙ্গে বেঙ্গল ক্রিকেটের সভাপতি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তবে সে সব এখন অতীত।
বরং আরো একবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দিতায় এবার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
আগামী ২০২০ সালের জুলাই পর্যন্ত ক্রিকেট বেঙ্গলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এ ভারতীয় ক্রিকেটার। সিএবিতে সৌরভের প্যানেলে নির্বাচিত বাকিরা হলেন- নরেশ ওঝা (সহ-সভাপতি), অভিষেক ডালমিয়া (সচিব), দেবব্রত দাস (যুগ্ম-সচিব) ও দেবাশিস গাঙ্গুলি (কোষাধ্যক্ষ)।
জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালে প্রথমবার সিএবির সভাপতি হন ‘প্রিন্স অব কলকাতা’। এর আগে ২০১৪ সালে সংস্থাটির যুগ্ম-সচিব ছিলেন তিনি।
এদিকে সৌরভের মতো তার সাবেক সতীর্থ মোহাম্মদ আজহারউদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ)। বিপুল ভোটে জেতেন তিনি।
প্রথমবারের মতো এ পদে আসীন হলেন বিতর্কিত আজহার। সভাপতি নির্বাচিত হওয়ার পথে তিনি ভোট পান ১৪৭টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রকাশ জেইন পান মাত্র ৭৩ ভোট। এর আগে, ২০১৭ সালেও এইচসিএর সভাপতি পদে দাঁড়াতে চেয়েছিলেন আজহার।
তবে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় সেবার আর নির্বাচনই করা হয়নি সাবেক এ ভারতীয় অধিনায়কের।
মানবকণ্ঠ/এআইএস
