Image description

রাজবাড়ীর পাংশা উপজেলায় এইচএসসি (ভোকেশনাল) ইংরেজী ২য় পত্র পরীক্ষায় পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল ও মোবাইল রাখার অপরাধে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় দায়িত্বে অবহেলার কারণে প্রভাষক স্বপন মন্ডল ও তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ওই কেন্দ্রে অভিযান চালিয়ে এই শাস্তি দেন।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আব্দুল মান্নান বলেন, এইচএসসি (ভোকেশনাল) ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এসময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৪ জন পরীক্ষার্থীকে নকল ও মোবাইলসহ হাতেনাতে ধরেন। পরে ওই ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষককে দায়িত্ব অবহেলার জন্য প্রত্যাহার করা নির্দেশ দেন।

এ প্রসঙ্গে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এইচএসসি (ভোকেশনাল) ইংরেজী ২য় পত্র পরীক্ষায় নকল করা এবং মোবাইল রাখার অপরাধে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

মানবকণ্ঠ/এসএ