

চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে বসতঘরে টিন লাগানো নিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে বৃদ্ধ নিহতের ঘটনায় শামসুর নাহার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চাতরী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত একই এলাকার শাহ আলমের স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার পুলিশ পরিদর্শক মো. মিন্নত আলী। তিনি জানান, 'বৃদ্ধ মোহাম্মদ হোসেন নিহতের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।'
গত শনিবার বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নে মুন্সিপাড়ার বসতঘরে টিন লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। এঘটনায় এলাপাতাড়ি দায়ের কোপে আহত হন মোহম্মদ হোসেন (৬৫), তার মেয়ে সাজেয়া বেগম (৪০) নাতী মোহাম্মদ রায়হান (১৬)। আহতের মধ্যে রোববার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ হোসেন।
মানবকণ্ঠ/এসএ