Image description

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর একটি টহল দলের গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কেএনএফের এক সদস্য। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ (১৮ সেপ্টেম্বর) সকাল১১ টায় রুমা উপজেলার জাইঅন পাড়া এলাকায় গুলি বিনিময়ের এ ঘটনা ঘটেছে। আহত কেএনএফ সদস্যের নাম বয়রাম লিয়ান বম (২৫)। তার বাড়ি রুমা উপজেলার বেথেল পাড়াবাসী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)৩-৪ জন একটি সশস্ত্র দল জাইঅন পাড়া এলাকায় চাঁদা তুলতে আসে। এসময় সেখানে রুমা জোনের সেনাবাহিনী একটি টহল দলের সাথে তারা মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কেএনএফের এক সদস্য আহত হন। পরে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ব্যাপারে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। ওখান থেকে নিয়ে আসার পর সেনাবাহিনী বাদী হয়ে মামলা করলে, থানায় মামলা হবে।

মানবকণ্ঠ/এসএ