

কক্সবাজারের উখিয়ায় প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘন্টায় উখিয়ার পাঁচ ইউনিয়নে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ রোগী এবং রোহিঙ্গা ক্যাম্পে ১ জনের মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ১৩ হাজার ৯১ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ হাজার ৯১ জন ও ২৪ ঘন্টায় জেলায় ৪০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে উখিয়ায় ২ জন।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন বলেন, সারাদেশের মতো উখিয়াতেও সম্ভাব্য ডেঙ্গু রোগীদের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষা কিট সংকট দেখা দিয়েছিল এবং প্রতদিন সিভিল সার্জন অফিস থেকে দফায় দফায় কিট নেওয়া হচ্ছে। জনগণের মাঝে ডেঙ্গু সচেতনতা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, উখিয়া হাসপাতাল ৩১ বেডের হাসপাতাল, প্রশাসনিক ৫০ শয্যা বিশিষ্ট অনুমোদন পেয়েছে। তবে ৫০ জন রোগী অপেক্ষায় আরও বেশি ভর্তি রাখা হয় যা নিয়মিত ৬০ থেকে ৭০ জন। তবে গতবছরের তুলনায় ডেঙ্গু নিয়ে চলতি বছর স্বস্তিতে এখনো।
কুতুপালং এলাকার জাহেদ হোছেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শত শত ডেঙ্গু রোগী সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ায় এখন আতঙ্কের বিষয়।
কক্সবাজারের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার শাহ্ ফাহিম আহমাদ ফয়সাল বলেন, জেলার উপজেলাগুলোতে ডেঙ্গু মোকাবিলায় এ পর্যন্ত সাড়ে ১ লাখ ৪৮ হাজার মশারি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পে ডেঙ্গু রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রকোপ বিগত সময়ের চেয়ে এই বছর আরও বাড়তে পারে। তাই এখন থেকে যথাযথ প্রস্তুতি থাকতে হবে। আর আক্রান্তের সংখ্যা বাড়লে বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও।
মানবকণ্ঠ/এসএ