Image description

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে এক বন্ধুর মৃত্যুর খবর সইতে না পেরে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। একই বাড়ীর দুই যুবকের মৃত্যুতে দুই পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, পৌরসদরের ৩ নং ওয়ার্ডের আজিম পাড়া সাহাব্বীর বাপের বাড়ীর মৃত মুছা সওদাগরের বড় ছেলে মোহাম্মদ আরাফাত(২৮) সোমবার সকাল সাড়ে ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আরাফাতের মারা যাবার খবর শুনে একই বাড়ির বাল্যবন্ধু মোহাম্মদ আজম(২৭) সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়। এ সময় পরিবারের লোকজন দ্রুত আজমকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আজম একই বাড়ির মোহাম্মদ নুরুল ইসলাম (বাঘ)এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন আজিম পাড়া এলাকার গ্রাম মাতব্বর ও আজিম পাড়া বাইতুল আজিম জামে মসজিদের সাধারণ সম্পাদক আইয়ুব খান লিটন।

তিনি আরো বলেন আরাফাত ও আজম বাল্যবন্ধু ছিল। আরাফাতের মৃত্যুর খবর শুনে আজম ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আরফাত পেশায় আজিম পাড়া সড়কের উত্তর পাশে এইচ এম মেটালের দোকানে চাকুরি করত এবং আজম পেশায় সিএনজি চালক ছিল।

নিজ এলাকার কালা চাঁন ফকির রহঃ, জামে মসজিদ ময়দানে আরফাত ও আজমের জানাযা শেষে পাশাপাশি কবর দেওয়া হবে।

মানবকণ্ঠ/এসএ