Image description

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ নির্মাণ শ্রমিকের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণলয়। শুক্রবার (৯ জুন) দুপুর ১২ টা থেকে নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখে নিহত ১৫ পরিবারকে ২ লাখ টাকা করে ও আহত ১৩ পরিবারে মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণলয়।

চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণলয়ের যুগ্ন সচিব শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান। এসময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. মোবারক হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা: মাহবুবুল আলম, কল কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশনে অদিপ্তরের শ্রম পরির্দশক মাহবুবুল আলম, মো: কাউছার আলী মির, ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার সোহেল আহমদ ও জীবন দাস উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এসএ