Image description

চট্টগ্রামের চন্দনাইশে ৩ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বহনকারী একটি সাদা নোহা গাড়িসহ মনজুর আলম (৪৫) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভাস্থ সড়ক ও জনপথ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনজুর কক্সবাজার জেলার সদর থানার পি এম খালী এলাকার আলতাজ মিয়ার ছেলে । আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে জানান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

মানবকণ্ঠ/এসএ