Image description

সিলেট ওসমানী মেডিক্যালে নির্মাণাধীন ক্যান্সার ইনস্টিটিউটে নয়ন (২০) নামের এক নির্মাণ শ্রমিককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে মিথ্যা চুরির অভিযোগে ইনস্টিটিউটে নয়ন মিয়া (২২) ও আইয়ুব আলী (২৬) নামের দুজন নির্মাণ শ্রমিককে বেধড়ক মারপিট করা হয়। এক পর্যায়ে নয়ন নিস্তেজ হয়ে পড়লে তাকে হাসপাতালে অন্যান্য শ্রমিকরা নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়ন বিশ্বনাথের বাসিন্দা। এছাড়া আহতবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরের আইয়ুব আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ ঠিকাদারসহ ৪জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম কচাকাঁটা থানাধীন নারায়ন পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম, একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আয়নাম, ময়লাল মিয়ার ছেলে সাবান আলী ও দিনাজপুর বিরণ থানার তেঘারা গ্রামের আনিসুর রহমানের ছেলে রুবেল মিয়া।

ফখরুল হক নামের এক নির্মাণ শ্রমিক বলেন, ক্যান্সার ইনস্টিটিউট থেকে ১ লাখ ২০ টাকা আর মোবাইল চুরি হয়। এ ঘটনার সন্দেহ করা হয় নয়ন ও আইয়ুব আলীকে। তাদের দুজনকে জিজ্ঞাসা করলে তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানায়। এরপর তাদের কয়েকজন মিলে মারপিট করা শুরু করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বলেন, ওসমানী মেডিক্যালে নির্মাণাধীন ক্যান্সার ইনস্টিটিউটে চুরির অভিযোগে নয়ন নামের এক শ্রমিককে মারপিট করা হলে সে মারা যায়। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ এ ঘটনায় ঠিকাদারসহ ৪জনকে আটক করেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) মাহবুবুল আলম বলেন, আমি ঘটনার খবর পেয়ে মেডিকেলে এসেছি। একজন মারা গেছে আরেক চিকিৎসাধীন অবস্তায় রয়েছে। পুলিশ তদন্ত করছে।

মানবকণ্ঠ/এসএ