

চট্টগ্রামের রাউজানে ৪শ গ্রাম গাঁজাসহ মো. সালমান (৩০) নামে পাঁচ মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ৭জুন বুধবার ভোর রাতে রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের রুস্তম শাহ (রা.) মাজার গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজাঁ সহ আটক সালমান ৭নং রাউজান ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান হরিশখান পাড়া এলাকার ইউনুছ কোম্পানী বাড়ির মো.শফিউল আজম ওরফে আমীরের পুত্র।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, 'রাউজান থানার সহকারী উপ-পরিদর্শক সুজন চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ মাদক মামলার আসামী সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ (৮ জুন) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।'
মানবকণ্ঠ/এফআই