Image description

বাদুড় গ্রাম বাংলার অতি পরিচিত এক নাম। গ্রামের নিস্তব্ধ গাছগুলোতে সাধারণত এরা দলবেঁধে বসবাস করে। এদের চিঁ চিঁ শব্দে মুখরিত হয়ে উঠতো এলাকা। কখনোবা রাতের আকাশেও ঝাক বেধে উড়তে দেখা যেত এই প্রাণীটিকে। এখনকার চিত্রটা ভিন্ন। নানা কারণে বাদুড় আজ বিলুপ্তির পথে। কয়েক বছর আগেও অসংখ্য বাদুড়ের দেখা মিলত। সে তুলনায় এখন আর দেখা মেলে না বাদুড়ের। খাবারের অভাব, শিকারীর উপদ্রপ, আবাস স্থল ধ্বংস, ঝড়বৃষ্টি, দাবদাহসহ নানা বৈরী আবহাওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে স্তন্যপায়ী এ প্রাণীগুলো।

বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী যা পাখার সাহায্যে আকাশে উড়তে সক্ষম। বাদুড় কোন পাখি নয়, এটি পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে প্রায় ১১০০ প্রজাতির বাদুড় রয়েছে।

বাদুড় একটি নিশাচর প্রাণী। দিনের বেলায় তাদের বিচরণ কম থাকলেও রাতের বেলায় তারা খাবারের সন্ধানে বের হয়। দিনের আলোতে গাছের মগডালে উল্টো হয়ে ঝুলে থাকে এ প্রাণী গুলো। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত কম। তারা শ্রবণ শক্তির উপর নির্ভর করে চলাফেরা করে। তবে বিলুপ্তি প্রায় বাদুড়গুলো শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের রবিন কর্মকারের বাড়ির বট গাছে দেখা যায়।

তিনি জানান, কবে থেকে আমাদের এই বট গাছে বাদুড় বসবাস করে তা নির্দিষ্ট করে বলতে পারবো না। আমার ঠাকুরদাদার মুখে গল্প শুনেছি তার ঠাকুরদাদার আমলে আগে থেকেও নাকি আমাদের বাড়ির এই বট গাছে বাদুড় বসবাস করে। এখন আর আগের মত বাদুড় থাকে না। শিকারিরা জাল পেতে মেরে নিয়ে যায়, খাবারের অভাব ও আবহাওয়ার কারনে এই বাদুড় বিলুপ্ত হয়ে যাচ্ছে।

এ বিষয়ে দিঘল গ্রামের হিমাংশু দেব বর্মণ জানান, শীত মৌসুমে খেজুর গাছে গাছী যখন রস বের করতো তখন গাছে গাছে বাদুড়ের ডানা ঝাপটানো অপূর্ব সুন্দর দৃশ্য চোখে পড়তো। খাবারের অভাব, আমসহ বিভিন্ন ফলে কীটনাশক স্প্রে, চোরা শিকারী এবং প্রকৃতিক দুর্যোগের কারণে এ উপজেলায় বিলপ্ত হচ্ছে বাদুড়। এর ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হুমকির মুখে এই প্রাণী। আশপাশের বাগান ও মাঠে নেই পর্যাপ্ত খাবার। খাবার সংকটের কারণে অনেক দূর পাড়ি দিতে হয় তাদের। আর সেখান থেকে ফিরছে না সব বাদুড়। আগের চেয়ে বর্তমানে বাদুড় অনেক কম দেখা যায়। এদের রক্ষা করাটা জরুরি। এ অবস্থায় বিলুপ্ত প্রায় বাদুড়ের আবাসস্থল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ চায় এলাকাবাসী।

মানবকণ্ঠ/এসএ