

গাজীপুরের শ্রীপুরে রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শেফালী খাতুন (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
বরমী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (শনিবার) শেফালী আগুনে দ্বগ্ধ হয়। আজ রোববার সন্ধ্যায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার স্বজনরা আমার কাছ থেকে সন্ধ্যায় একটি অকাল মৃত্যুর প্রত্যয়ন নিয়েছে।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এমন খবর শুনেছি, বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।
মানবকণ্ঠ/এসএ