

মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ শায়েস্তাবাদ এলাকা থেকে ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। রবিবার মধ্যরাত ৩ টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সারিস্তাবাদ সম্রাট মোল্লার পুকুর থেকে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সারিস্তাবাদ গ্রামের আয়ুব আলীর বেপারীর পুত্র রাকিব বেপারী(২০), নুরুল হক মুন্সীর পুত্র শিপন মুন্সী, খবির ফকিরের পুত্র আজিজুল ফকির, জাফর মণ্ডলের পুত্র জুবায়ের মণ্ডল (২১), সেলিম শেখের পুত্র রাজিব শেখ(২১) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের কোঠরিকান্দী গ্রামের উজির মুন্সীর পুত্র সজীব মুন্সী(৩০)। প্রতারক সজীব জানায়, আমাদের এ দলটি কিছুদিন যাবৎ এ কাজ শুরু করেছি মাত্র।
ওসি মোঃ আলমগীর হোসেন জানায়, এসআই মোস্তাফিজুর রহমান রাতে টহলরত অবস্থায় দামাইচর বাজারে থাকা অবস্থায় গোপন সংবাদ পেয়ে আরো সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় এবং প্রতারক ধরতে সক্ষম হয়েছে। প্রতারকরা বিভিন্ন এ্যাপস ব্যবহার করে টার্গেট ব্যক্তির বিকাশ ও নগদ একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের কাছ থেকে ১১টি ফোন সেট ও ১১টি সিম উদ্ধার করা হয়েছে।
মানবকণ্ঠ/এসএ