

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- এন্তাজুল হকের মেয়ে লিমা আক্তার (৯) ও ছেলে আরিফ হোসেন (৭)।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা জানান, এন্তাজুল নিজ বাড়িতে তার অটোরিকশা চার্জে দিয়ে রেখেছিলেন। চার্জরত অবস্থায় অটোতে উঠে দুই ভাই-বোন খেলা করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতদের দাফন সম্পন্ন হয়।
মানবকণ্ঠ/এসএ