দুর্ধর্ষ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার


  • উপজেলা প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
  • ৩১ মে ২০২৩, ২০:২০

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মজিদ এর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকা চুরি যাওয়ার ২৪ ঘন্টার ব্যবধানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে তাদের স্বীকারোক্তি আদায় এবং চুরি যাওয়া বেশকিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- শহরের আমবাগান মহল্লার আনার উদ্দিনের ছেলে সজিব ওরফে নিগ্রো, শম্ভু এর ছেলে রমজান আলী এবং রস্তম মোল্লার ছেলে শাওন মোল্লা। মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত শনিবার বিকেলে শহরের আমবাগান মহল্লার বাসা থেকে স্বপরিবারে গ্রামের বাড়ি চলে যান চেয়ারম্যান আব্দুল মজিদ। সোমবার বিকেল ৪টার দিকে বাসায় ফিরে তিনি গেইট ভিতর থেকে তালা লাগানো পান। পরে বিকল্প উপায়ে ভেতরে লোক পাঠিয়ে গেইট খুলে ঘরে ঢুকতে গিয়ে দরজার তালা ও ভেতরে আলমারীর তালা ভাঙা দেখেন। এসময় আলমারীর ভেতর রাখা ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭৭ হাজার টাকা ও কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে নিশ্চিত হন। খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাজারের বিভিন্ন পয়েন্টে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে রাতেই চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়। স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

মানবকণ্ঠ/এসএ

 


poisha bazar