Image description

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে নগরীর বায়েজিদে পূর্ব সৈয়দপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফিরিয়া (৩), মো. ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল পৌণে ৬টায় দগ্ধ অবস্থায় হাসপাতালে আনলে তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।